

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আওয়ামীলীগ যে অপরাধ করেছে,আওয়ামীলীগ যে অবিচার করেছে, এই আওয়ামীলীগের ক্ষমা বাংলাদেশের মাটিতে কোনদিন হতে পারে না। বললেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীম।
তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, ফয়সল আলীমের সালাম নিন ধানের শীষে ভোট দিন। বিএনপি দলীয় নেতাকর্মীদের এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয় পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এক হাজারের অধিক মটরসাইকেলে ২ হাজারের অধিক নেতাকর্মীদের বহর নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পথে প্রান্তরে হাটে বাজারে ঘুরে ঘুরে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় উল্লেখিত কথাগুলো বললেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের কান্ডারী ফয়সল আলীমের নেতৃত্বে টিপ টিপ ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই ২৯শে জুলাই মঙ্গলবার বিকেলে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় বের হন। তিনি পাঁচবিবি বাজার থেকে বের হয়ে নাকুরগাছি,,নওদা, দরগাপাড়া কোকতারা, বাগজানা,রাধাবাড়ি, গোপালপুর,মহিপুর ও ফেচকাঘাটসহ বিভিন্ন বাজারের পথে-ঘাটে নির্বাচনী গণসংযোগ করেন।
রাত সাড়ে ৯ টায় মহিপুর ও ফেচকাঘাট বাজারে মিছিল শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে এক পথসভায় বক্তব্য দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।