

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ঢাকায় আন্দোলনরত কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের লাঠির চার্জের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঐক্য জোটের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে শিক্ষকরা।
আজ সোমবার সকাল থেকে উপজেলার এমপিও ভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালযগুলোতে কলম বিরতি পালন করে শিক্ষকরা। পরে বিকেলে পাঁচমাথা পৌর পার্ক প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সমন্বয়ক রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,ধরন্জি কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্যানন্দ চক্রবর্তী, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রমজান আলী, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পণ চন্দ্র বর্মন, ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম ও কোতোয়ালিবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন,২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকদের উপর পুলিশের বর্বরোচিত হামলা আমরা কিছুতেই মেনে নিতে পারব না। এরই প্রতিবাদে তাই আজ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছি। আমাদের দাবি ছিল, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এই দাবি যতদিন বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।