

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে বিএনপি’র বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে ও পঙ্গু হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাই দল মত নির্বিশেষে বাঙালি জাতি এ দিনটি স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি পালন করছে। সারা বাংলাদেশের ন্যায় গণঅভ্যুত্থানের ১বছর পূর্তি উপলক্ষে আজ ৫ই আগস্ট মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের নেতৃত্বে ও পাঁচবিবি উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে রেল স্টেশনের পূর্ব পাশ থেকে একটি বিশাল বিজয় মিছিল পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে তিনমাথা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুন নেতা ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা মন্ডল দুলাল,পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ও আওলাই ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
এতে জেলা, উপজেলা ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।