

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
সোমবার (৪ আগস্ট ) বিকেলে মিরপুর সেনা ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি বিশেষ টহল দল ও পল্লবী থানা পুলিশ রাজধানীর পল্লবী থানাধীন কালশী কবরস্থান লেন-১ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন,শাহিনুর বেগম (৩২), মো. রবিউল শেখ (৩৫) ও মানিক (১৬)।
এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা,১ টি মোবাইল ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা, অবৈধ টাকা-পয়সা লেনদেন ও একই রকম অপরাধের জন্য একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্র থেকে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীদের কে পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।