

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী ৪টি সংসদীয় আসনের মধ্যে ২ টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিএনপি। সুত্রে ও এ রিপোর্ট পর্যন্ত জানা গেছে, ৩ নভেম্বর সোমবার বিকালে ঢাকায় বিএনপির ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারমধ্যে ( বাউফল-কালাইয়া) পটুয়াখালী – ২ ও ( গলাচিপা – দশমিনা) পটুয়াখালী -৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এর আগে গত মাসের ২৭ অক্টোবর সোমবার ঢাকায় ডাক পড়েছিল
পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর।
পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার এর। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও যুবদল, পটুয়াখালী জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপুল খান এর।পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির এর।এদিকে ৩ নভেম্বর সোমবার বিকালে পটুয়াখালী -১ ও পটুয়াখালী -২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও ( কলাপাড়া- রাঙ্গাবালী) পটুয়াখালী- ৪ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন মনোনয়ন পেয়েছেন।