

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত। জানা গেছে, ২৭ অক্টোবর সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী ঝাউবন চত্ত্বরে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’র সমর্থক যুবদলের সাবেক নেতৃবৃন্দ’র উদ্যােগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এখান থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিন করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পটুয়াখালী বিএনপি নেতা মিজানুর রহমান সিকদার ও সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় যুব সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান নান্নু ও মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা বিএনপি নেতা জিএস আলমগীর হোসেন বাচ্চু, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি মোঃ নূরুল আমিন লিটন গাজী, যুবদল নেতা গোলাম রব্বানী ও পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী’র সমর্থক পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী’র নেতৃত্বে পটুয়াখালী তিতাস মোড় সংলগ্ন সুরাইয়া চৌধুরী ভবনের সামনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উক্ত স্হান থেকে বিশাল এক র্যালী শুরু হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।পরে সমাবেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়জীদ পান্না,পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ লতিফ সিদ্দিকী, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট আল আমিন সুজন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী প্রমুখ।এ পৃথক দুটি যুব সমাবেশে ও র্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার সাবেক বিপুল শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।