

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বৃক্ষ রোপণ, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।জানা গেছে, ১৯ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী শহরের ঝাউতলা শহিদ হৃদয় চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন স্নেহাংশু সরকার কুট্টি সভাপতি পটুয়াখালী জেলা বিএনপি। এ সময় জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন’র উপাস্হপনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা মোস্তাক আহমেদ পিনু।এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফারজানা আক্তার রুমা, জেলা মৎস্য দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহীন), জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্র দলের আহবায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী।পরে শত শত নেতা কর্মীদের অংশগ্রহনে উক্ত স্হান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বের গিয়ে শেষ হয়।