

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ বিশ্ব মান দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত। জানা গেছে, ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাসুদ উল আলম’র সভাপতিত্বে সভা প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। উক্ত সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া। এসময় বিষয় ভিত্তিক আলোচনা করেন বিএসটিআই আঞ্চলিক অফিসের অফিস প্রধান মুস্তারলিন মাহফুজ। উক্ত সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় খাদ্যদ্রব্যের মানদণ্ড নিয়ে বিশদ আলোচনা হয়।