

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’র সমর্থনে এক বিশাল মিছিল বের করা হয়েছে। জানা গেছে, ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা পটুয়াখালী শহরের নিউ মার্কেট চত্ত্বর থেকে এ মিছিল টি শুরু হয়ে লঞ্চ ঘাট চত্ত্বরে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী সদর উপজেলা শাখার আহবায়ক মাহাবুব কাজী ও বিএনপির পটুয়াখালী পৌর শাখার সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।