

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য পটুয়াখালী সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩ নভেম্বর সোমবার সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পটুয়াখালী সদর,পটুয়াখালী’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী।এসময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আমানুল ইসলাম, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী। এছাড়াও এসময় অনুষ্ঠানে মোঃ এখলাছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার, পটুয়াখালী সদর, পটুয়াখালী’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি হাবিবুর রহমান জলিল। উক্ত অনুষ্ঠানে মোর্শেদা আক্তার মিমি, অতিরিক্ত কৃষি অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী সহ পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারী, প্রান্তিক কৃষক- কৃষাণী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে বসতবাড়িতে চাষযোগ্য শাক-সবজি উৎপাদনের জন্য তালিকাভূক্ত প্রান্তিক কৃষক উপকারভোগী ২৬০ জনের মাঝে প্রণোদনার নাম- বেগুন’র বীজ-১ প্যাকেট (৮ গ্রাম), পালংশাক’র বীজ-১ প্যাকেট (১০০ গ্রাম), লালশাক’র বীজ-১ প্যাকেট (১৪২ গ্রাম), মটরসুটির নীঞ্চ-১ প্যাকেট (১০ গ্রাম), লাউ’র বীজ ৩ প্যাকেট (১০ গ্রাম), মুলার বীজ-১ প্যাকেট (১০০ গ্রাম), বাটিশাক’র বীজ-১ প্যাকেট (১০০ গ্রাম) ও মাঠে চাষযোগ্য ৩৭০ জন কৃষকের মাঝে প্রণোদনার নাম- শাক- সবজি লাউ – ৮০ জন প্রতিজন উপকারভোগী ( লাউ বীজ-(২০০) গ্রাম,বেগুন -৯০ জন ( বেগুন বীজ -(৪০) গ্রাম, মিষ্টিকুমড়া-১০০ জন (৬০) গ্রাম এছাড়াও প্রত্যেকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং প্রণোদনার নাম- গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন গম-২৫ জন, সরিষা-২০০ জন, সূর্যমুখী (ওপি)-৬০ জন, সূর্যমুখী (হাইব্রিড)-৭০০ জন, চিনাবাদাম-৪১০ জন, সয়াবিন ২০ জন, মুগ-৫০০০ জন, মসুর- ১০ জন, খেসারি ১০০ জন ও ফেলন ৮০ জন প্রতিউপকারভোগীর মাঝে গম বীজ-২০ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী
(ওপি/হাইব্রিড) বীজ ১ কেজি, সয়াবিন বীজ ৮ কেজি এছাড়াও প্রত্যেকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি / চিনাবাদাম বীজ ১০ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি, খেসারি বীজ ৮ কেজি ও ফেলন বীজ ৭ কেজি এছাড়াও প্রত্যেকে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার মোট উপকারভোগী ৭২৩৫ জন কৃষকের মাঝে উক্ত প্রণোদনা বিতরণ করা হয়।