

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে পরিচিতি সভা ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। জানা গেছে, ১৮ অক্টোবর
শনিবার বিকাল ৫টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন’র পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোরশেদা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিকদার মকবুল হক, সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উক্ত সময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন
পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব (অবঃ) অর্থ মন্ত্রণালয়। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ তারেক হাওলাদার,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পটুয়াখালী।
উক্ত সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এইচ.এম মনিরুজ্জামান, চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন। এছাড়াও এসময় আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মঞ্জুর হোসাইন ইসা, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতি ও র্ অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার। উক্ত সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সাবেক জিপি এ্যাড. আবুল হক ফরাজি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবুল কাসেম, পটুয়াখালী ব্লাস্টের সাবেক সমন্বয়কারী এ্যাড. মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী নোটারী পাবলিক এ্যাড. এ,কে,এম আজিজুল হক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এ,কে,এম নুরউদ্দিন আহমেদ সাদি সহ আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে কর্মরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার রক্ষা ও সেবায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা অনেক কষ্ট করে এদেশের কল্যানে রেমিট্যান্স যোদ্ধার কাজ করছে। তাদের কল্যানেও আমাদের কাজ করতে হবে।
এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ ও আর্থিক সহায়তা হিসেবে দুইজন প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ারম্যান, দুইজনকে ক্রাচ ও নগদ অর্থ প্রদান