

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ করেছে বিএনপি। তালিকা যাচাই-বাছাই ও আলোচনা শেষে প্রাথমিকভাবে সারা দেশে ২৩৭ আসনে প্রার্থী দিচ্ছে বিএনপি দলটি। এর মধ্যে পঞ্চগড়-১(আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২, (বোদা ও দেবীগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। প্রায় ৪ ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা আলমগীর।জানা গেছে, ওই দিন সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সারাদেশে ২৩৭ জন প্রার্থীদের নাম চুরান্ত ভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন চুরান্ত প্রার্থীর মধ্যে পঞ্চগড়- ১ ও ২ আসনে চুরান্ত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ও ফরহাদ হোসেন আজাদ।উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র দল, যুবদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিএনপির মূল দলে আসেন। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে ছিলেন। বিএনপির দুঃসময়ে ও সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা ছিল অগ্রণী। ফরহাদ হোসেন আজাদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় – ২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে ভোট চলাকালে ধানের শীষের ভোটাররা নৌকার ব্যাচ পড়ে এক ঘন্টা সময়ের মধ্যে ধানের শীষে ভোট দিয়েছেন ১ লাখেও বেশী।২০২৬ সালের ফেব্রুয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা দেওয়ার কথা।