

পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে আর্থিক সহায়তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেকটি পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলীর হাতে হস্তান্তর করেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, শফিউল্লাহ সুফি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আব্দুল হাই, গণ অধিকার পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজার রহমান, জাগপার জেলা সেক্রেটারি শাহরিয়ার বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুদান গ্রহণ শেষে জেলা প্রশাসক মো.সাবেত আলী বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।