

পঞ্চগড় জেলা প্রতিনিধি:স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে তা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মহাসড়কের পাশে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন পঞ্চগড় নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক রাশিদা খাতুন, শিক্ষানবিশ নার্স মনিরা আক্তারসহ স্থানীয় নার্সরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমানে এই অধিদপ্তরটি একীভূত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা চিকিৎসা সেবার জন্য অত্যন্ত ক্ষতিকর। একীভূতকরণ হলে স্বাস্থসেবা ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এতে সাধারণ মানুষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। তারা আরও বলেন, পৃথক অধিদপ্তর না থাকলে নার্সদের পেশাগত অধিকার এবং সেবার মান কমে যাবে, যা সরকারের স্বাস্থসেবা কার্যক্রমকে ব্যাহত করবে।
এ সময় তারা অবিলম্বে এই একীভূতকরণ উদ্যোগ স্থগিত করার দাবি জানান এবং স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পুনঃপ্রতিষ্ঠার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও নার্সদের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ লক্ষ্য করা যায়।