

আজহারুল ইসলাম (আজহার) পঞ্চগড়
পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কালবেলা’র পঞ্চগড় জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হুসান,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু,
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া,
সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন (রনিক),
জেলা জাসাসের সভাপতি ইউনুস শেখ,
সাবেক ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বিসহ আরও অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পর্যায়ের চারজন প্রতিনিধি ছাড়াও জেলার নবীন ও প্রবীণ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, দৈনিক কালবেলা অল্প সময়ে জনগণের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকপ্রিয় হয়ে উঠেছে। তারা আরও আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে কালবেলা আরও দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখবে।