

আজহারুল ইসলাম (আজহার) পঞ্চগড় সদর উপজেলা প্রতিনিধি:উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক বগুড়া পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে পঞ্চগড়ে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটস্থ “নিউজ পয়েন্ট” কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক বগুড়ার পঞ্চগড় জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান।বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেতে’র সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ,
যুগ্ম আহ্বায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল,
পৌর বিএনপির ১নং সদস্য শামসুজ্জামান বিপ্লব,
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেব আলীসহ আরও অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি সরকার হায়দার। তিনি তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয় এটি একটি দায়িত্বশীল পথচলা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই একজন সাংবাদিকের মূল শক্তি। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক বগুড়া দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরে জনআস্থার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় এই পত্রিকার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।