

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়ন ও প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন স্থানে আলাদা কর্মসূচির মাধ্যমে এসব কর্মসূচি পালন করে দলগুলো।
প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে তেতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমির মো. ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি রাশেদ ইসলাম।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে দারুলউলুম মাদরাসার সামনে থেকে মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। এতে বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
পরে বক্তারা তাদের ৫ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যদি জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জনগণের ন্যায্য দাবি পূরণ না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে রাজপথে ছড়িয়ে দেওয়া হবে।