

আজহারুল ইসলাম আজহার পঞ্চগড়
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়ত পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্ত্তনম্ এই স্লোগানে মুখরিত হয়ে পঞ্চগড় সদর উপজেলার ঐতিহ্যবাহী চাঁনপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ২৪তম বিশাল বর্ষ পদযাত্রা ও সনাতন ধর্মসভা।
দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের শুরুতে চাঁনপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল বর্ষ পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন মঠ, মন্দির ও ধর্মীয় সংগঠনের শত শত ভক্তবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু জীবধন বর্মন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পঞ্চগড় জেলা শাখা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাবু কল্যাণ কুমার ঘোষ, বাবু শ্রী জগদ্বীশ চন্দ্র রায়, বাবু শ্রী অখিল চন্দ্র ঘোষ, বাবু ভূপেন্দ্র নাথ রায়, বাবু যুগান্ত রায়, বাবু মধুসূদন বণিক, বাবু উদার গোবিন্দ দাস, জনাব মো. ফারুক হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, সদস্য শফিউল ইসলাম (রুবেল) পাউডারী, পৌর বিএনপির ১নং সদস্য শামসুজ্জামান (বিপ্লব), সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (বাবু), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ধর্মীয় আলোচনায় প্রখ্যাত বৈষ্ণব আচার্যগণ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন
ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি ব্রিনোদ্রানন্দ ভাগবত মহারাজ,
ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি বৈভব বিচ্ছু মহারাজ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সুবাশ চন্দ্র রায়, সিনিয়র প্রভাষক, জগদল ডিগ্রি কলেজ, পঞ্চগড়
সনাতন ধর্মের আদর্শ, ভ্রাতৃত্ববোধ ও ভক্তি আন্দোলনের চেতনাকে জাগ্রত করাই ছিল এই ধর্মসভার মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং সর্বজনীন কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।