

পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ পরিবারের উপর ষড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের ঢাকা–পঞ্চগড় মহাসড়কের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের পশ্চিমপাড়া এলাকার এক নিরীহ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্র করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এসময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান কুচক্রী ও স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় নয়, প্রকৃত ঘটনা তদন্ত করে নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে হবে।
তারা বলেন, কিছু অসাধু ব্যক্তির স্বার্থরক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে, যা বন্ধ করা জরুরি।স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আইনগত প্রতিকার চেয়ে ২২৫ জন স্বাক্ষরিত একটি আবেদন করেন।