

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার আটজন জুয়ারুকে আটক করেছে বোদা থানা পুলিশ।গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের রাঙ্গামাটি শালবাগান এলাকা থেকে এদের আটক করা হয়।আটককৃতরা হলেন- দবির উদ্দীন(৪৪), সাবু ইসলাম(৩৭), মো. শফিকুল ইসলাম (৪৭), মো. মোতালেব (৬৪),মো. হারুন অর রশিদ(৩৫), মো. আনোয়ার হোসেন, (৬০), মো. মমিনুর রহমান, মো. আলম মিয়া(৩০) এদের সকলের বাড়ি মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকার পাড়া ও ডাঙ্গা পাড়া গ্রামে।আটককৃতরা সকলে মাড়েয়া রাঙ্গামাটি এলাকায় নগদ টাকা দিয়ে জুয়া তাস খেলা করছিলো। বোদা থানার পুলিশ তাদের তাস খেলা অবস্থায় আটক করে বোদা থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন জানান, বোদা থানার পুলিশ গোপন সংবাদের ভিভিত্তে অভিযান চালিয়ে আট জন জুয়ারুকে আটক করে থানা নিয়ে আসে। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আসামীদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।