1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত নলছিটি পৌর শহর | সকালের খবর ২৪
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার অনলাইন সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি রাতে বেরিয়ে সকালে মিলল যুবকের ঝুলন্ত লাশ নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনাস্থার অভিযোগ সোনাইমুড়িতে প্রকাশ্যে মাদক সেবন: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে হত্যায় মামলা, আসামি ১৩ জন সেনা কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণে বিতর্কে এসপি রেজাউল, শুরু হয়েছে তদন্ত দারুস সালামে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার পল্লবীতে দূবৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত নলছিটি পৌর শহর

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’—এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নলছিটি পৌর শহর। দলীয় নেতা মাহাবুবুল হক নান্নুকে কাছে পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি এবং ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠ থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি নলছিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড এবং মাহবুবুল হক নান্নুর ছবি হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের শ্লোগানে বারবার ধ্বনিত হয়—‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’।
মিছিল শেষে চায়না মাঠের মোড়ে এক সমাবেশে যোগ দেন মাহবুবুল হক নান্নু। সমাবেশে তিনি বলেন, “একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না। একই সাথে সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। যারা সন্ত্রাসী দল, তাদের থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।

মিছিল ও সমাবেশ শেষে মাহবুবুল হক নান্নু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নলছিটি পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। মিছিল ও সমাবেশে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো নলছিটি পৌর শহর দিনভর মুখরিত ছিল ‘ধানের শীষের জয়ধ্বনি’তে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD