

আল আমীন নালিতাবাড়ী,(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। সে একই উপজেলার পার্শ্ববর্তী নন্নী ইউনিয়নের বাইগর পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও সমশ্চুড়া গ্রামের সুলতান মিয়ার নাতি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আশরাফুলের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে নানা বাড়ি সমশ্চুড়া থেকে পড়াশোনা করতো। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে গিয়ে দুপুরে বাড়ি ফেরে। পরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে পার্শ্বববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।