

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে বাঘবেড় এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে নালিতাবাড়ী উপজেলার খড়িয়াপাড়া বাঘবেড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়ারপাড় বাঘবের এলাকা থেকে মোহাম্মদ আলীর পুত্র আনোয়ার হোসেন (৩৭) কে ২১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আসামির বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।