1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়: স্বাস্থ্য ঝুঁকিতে যাত্রী ও পথচারীরা | সকালের খবর ২৪
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেফতার দুই বছরের সূর্যের অস্ত-পানিতে ডুবে নিভে গেল শিশুর প্রাণ বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্বরণ সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯০০-র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ আমতলীতে গভীর রাতে বাসে আগুন, পুড়ে ছাই আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারি আটক ফুলবাড়ী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথ সভায় হাজারো নেতা কর্মীর ঢল নওগাঁ-৬ আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

নান্দাইলে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়: স্বাস্থ্য ঝুঁকিতে যাত্রী ও পথচারীরা

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত
Exif_JPEG_420

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কের পাশে পৌর সভার বর্জ্য ফেলায় তা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে মহাসড়কে যাতায়াত করা হাজার হাজার যানবাহন চালক, যাত্রী ও পথচারীরা। প্রতিদিনই নান্দাইল পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ডাংরীনামক স্থানে মহাসড়কের পাশে।

জানাগেছে, ১৯৯৭ সনে স্থাপিত নান্দাইল পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও তা যেন কাগজে পত্রে, কিন্তু বাস্তবে তা ভিন্ন। পৌরসভার বর্জ্য ফেলার জন্য সুনির্দিষ্ট কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই নিত্যদিনের বর্জ্য প্রথমে ফেলা হতো নান্দাইল উপজেলা সদর নরসুন্দা ব্রীজের গোড়ায়। পরবর্তীতে তা নান্দাইল মডেল থানার সামনে ময়লা ফেলায় জনদূর্ভোগ ছিল চরমে। নরসুন্দা নদী রক্ষা ও উপজেলার পরিবেশ রক্ষায় প্রায় চার কিলোমিটার দূরে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরী নামক স্থানে সড়ক ও জনপথের সরকারি পরিত্যক্ত জায়গায় ওই বর্জ্য ফেলা হচ্ছে। সেখানে মহাসড়কের দক্ষিণ পাশে ফেলা হচ্ছে পৌরসভার নিত্যদিনের বর্জ্য। তাও পরিবেশ সুরক্ষার কোন ব্যবস্থা গ্রহণ না করেই অথবা বড় ধরনের কোন ডাস্টবিন তৈরী না করেই রাস্তার পাশে এলোপাথারী ময়লা ফেলা হচ্ছে। এতে করে দক্ষিণা বাতাসে সেমস্ত ময়লার দূর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষের নাকে-মুখে। এতে বায়ূ দূষিত হচ্ছে। নাক-মুখ চেঁেপ ধরে শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকতে হয় প্রায় ২/৩ মিনিট। এ যেন শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ সহ সব বয়সের মানুষের দম গেলো গেলো অবস্থা। এছাড়া ওই পচা বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। দূর্গন্ধের এমন অবস্থা চলতে থাকলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে সাধারন মানুষ। ফলে পথচারী ও যাত্রীসাধারণকে দুর্গন্ধ ও বর্জ্য এড়িয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। তাই এ থেকে পরিত্রাণ চায় তারা। গাড়ির হেডলাইটের আলো বর্জ্যের স্তূপে পড়লে তা রাতেরবেলায় অদ্ভুতভাবে প্রতিফলিত হয়, এতে যানবাহন চালানো খুব ঝুঁকিপূর্ণ হচ্ছে বলে অনেকে বিরূপ মন্তব্য করেন। শুধু তাই নয়, প্রতিবার বৃষ্টির পর বর্জ্য থেকে নির্গত তরল পদার্থ মাটির নিচে ও ড্রেনে মিশে যাচ্ছে, যা পানি দূষণের আশঙ্কা বাড়াচ্ছে। তবে এ ব্যাপারে নান্দাইল পৌরসভার কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে।

স্থানীয় সিএনজি চালক শাহআলম ও ইজিবাইক চালক রাসেল সহ আরও অনেকে বলেন, পৌরসভার গাড়ীগুলো প্রতিদিনই বর্জ্য ফেলে চলে যায়। এমনটা চলছে এক বছর ধরে। কিন্তু কেউ কোন ব্যবস্থা নেয়নি। এ রাস্তায় যাতায়াত করা কষ্টকর হয়ে উঠেছে। রাস্তার উত্তর পাশেও সরকারি জায়গা রয়েছে, যদি উত্তর পাশে ময়লা ফেলা হতো তাহলেও পথচারীদের কিছুটা দূর্গন্ধ রোধ হতো।

এ বিষয়ে পৌর প্রশাসক ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, পৌরসভার নির্দিষ্ট ময়লার ভাগাড় না থাকায় সড়ক ও জনপথের সরকারি জায়গা ময়লা ফেলা হচ্ছে। তবে ময়লার দূর্গন্ধ যাতে না ছড়ায় সেজন্য সেখানে খুব দ্রুতই টিনের বেড়া দিয়ে পরিবেশগত ব্যবস্থা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD