

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুল হাইয়ের বিরুদ্ধে গভর্নিং বডির সহ-সভাপতি মো: আব্দুল হান্নান গংদের আনা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই দাবি করেছেন, আব্দুল হান্নান ও তার সহযোগীরা মাদরাসায় পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায়, তাঁর বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন সহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আব্দুল হাই আরও জানান, সম্প্রতি মাদরাসায় জনবল নিয়োগের জন্য আইনানুগভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়ায় আব্দুল হান্নানের ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজনরা বিভিন্ন পদে আবেদন করেন। কিন্তু স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে তাদের অযৌক্তিক দাবি মানতে রাজি না হওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ তুলে ধরেন।
আগামী ৩১শে ডিসেম্বরে অবসরে যাওয়া অধ্যক্ষ মো: আব্দুল হাই আরো বলেন, তাঁর বিরুদ্ধে পূর্বে একাধিক অভিযোগ তোলা হলেও তা তদন্ত সাপেক্ষে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় সকল অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এরপরেও একটি চক্র স্বীয় স্বার্থ হাসিলের জন্য স্বনামধন্য মাদ্রাসাটির অধ্যক্ষ ও তাঁর পরিবারকে মানহানি করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিথ্যা অভিযোগের কারণে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও মানহানি হওয়ায় আব্দুল হান্নান গংরা গভর্নিং বডির সদস্য পদে থাকার অধিকার হারিয়েছেন। মাদরাসার সুষ্ঠু পরিচালনার স্বার্থে তাদের সদস্য পদ বাতিলের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।এ সময় সংবাদ সম্মেলনে নান্দাইল কাটলীপাড়া আলিম মাদ্র্রাসার অধ্যক্ষ মো. ওয়াকিব, ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. তাজুল ইসলাম, আরবী প্রভাষক মো. শফিউল্লাহ, রাজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল আহাদ, ব্যবসায়ী মো. সোহেল মিয়া ও অধ্যক্ষ আব্দুল হাইয়ের পুত্র মো. রুহুল আমিন সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।