

ইমতিয়াজ আহমেদ ইমন,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের ১৪তম ব্যাচ আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে তাদের ১ বছর পূর্তি ব্যাচ ডে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের এই বিশেষ দিনটি উদযাপন করেন।
দিনের শুরুতেই দুপুরের আগে অনুষ্ঠিত হয় বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলা, যা সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। বিকেলে বিভাগে কেক কাটা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখেন। সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজন করা হয় খাওয়া-দাওয়া। পরক্ষনে বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সামনে আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা ।সবাই মিলে আনন্দঘন পরিবেশে সময় কাটান এবং পুরো অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নবী হৃদয় বলেন,
“সময়টা কেমন যেন উড়ে গেল!
এক বছরের এই ছোট্ট পথচলায় আমরা শুধু পড়াশোনা করিনি, শিখেছি একসাথে থাকা, হাসতে, কাঁদতে, ঝগড়া করতে।এক বছর শেষ, সামনে আরও অনেক বছর একসাথে হাঁটার অপেক্ষা।আমাদের ব্যাচ যেন সবসময় একসাথে থাকে, হাসিতে-ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি দিন।”
আরেক শিক্ষার্থী হাবিবাতুল হলি বলেন,
“আমাদের ব্যাচের ঐক্য ও বন্ধুত্বই আজকের এই উদযাপনকে আরও অর্থবহ করে তুলেছে। এমন দিনগুলোই ভবিষ্যতে আমাদের স্মৃতির ভান্ডারে অমূল্য হয়ে থাকবে।আজকের প্রতিটি মুহূর্ত যেন ছিল যেন আবেগ ময় এক স্বর্ণালী সময় যা সময়ের সাথে পরিবর্তন হয়ে গেলেও চিরদিন থেকে যাবে আমাদের সকলের মনের গভীরে।”
শিক্ষার্থীদের আন্তরিকতা, অংশগ্রহণ এবং পারস্পরিক বন্ধুত্বে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসময়। হাসি, খেলা, কেক ও খাওয়া-দাওয়ায় ভরা এই দিনটি রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা করেন শিক্ষার্থীরা।