

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা ও নেতৃত্ব গড়ে তুলতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। বুধবার (১৫ অক্টোবর) মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়ন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলার ১১টি যুব সংগঠনের ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সংগঠন ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন, নেতৃত্ব বিকাশ ও বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠনের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ নেন। দিনব্যাপী কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৫ প্রাপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার এমজেএসকেএস-এর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক জামাল হোসেন।
বক্তারা বলেন, যুবরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি তাদের সংগঠিত ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দিনব্যাপী কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।