

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
“ঐক্যবদ্ধ শক্তি দিয়ে ঠেকাবো, এবার বাল্য বিয়ে”
এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিতরবন্দ ইউনিয়নের নন্দনপুর দিমুখী উচ্চ বিদ্যালয়ে,ভিতর বন্ধ ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে,লাইফ স্কিল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট,এমজেএস কেএস ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়,১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকালে নন্দনপুর দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ: কারণ ও করণীয় কমিউনিটি পর্যায়ে কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। নন্দনপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ কে এম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোঃ আবু তালেব, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল হোসেন বেপারী, ৩ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্টার মোঃ মোজাম্মেল হক।
এ ছাড়াও কর্মশালায় ভিতরবন্দ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি টুম্পা রানী, সহ-সভাপতি মোঃ মাসুম কাওসার, সাধারণ সম্পাদক মোছাঃ ফেরদৌসী, কোষাধ্যক্ষ মোছাঃ শিমু আক্তার, ভিতরবন্দ মহিদের এর এফ এফ মোঃ বাদশা হোসাইন, কালিগঞ্জ মহিদেব এর এফ এফ গোবিন্দ মালালা সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি গভীর সমস্যা। এটি কেবল শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেই ক্ষতি করে না, বরং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বাল্য বিবাহের ফলে শিশুদের জীবনের উন্নতি আটকে যায় এবং তারা অধিকতর নির্যাতনের শিকার হয়।এই সমস্যাগুলোর সমাধান সম্ভব, যদি আমরা সবাই সচেতন হয়ে এগিয়ে আসি। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় বাল্য বিবাহ রোধ করা সম্ভব। শিক্ষার বিস্তার, প্রচারণা, উপযুক্ত আইন এবং সমর্থনমূলক পরিবেশ সৃষ্টি করলে আমরা আমাদের সমাজে এই দুটি সমস্যা দূর করতে সক্ষম হবো।
প্রতিটি শিশুর অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে নারী নির্যাতন ও বাল্য বিবাহের মতো ভয়াবহ সমস্যা সমাজে না থাকে, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।