

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষংছড়ি, উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার স্বর্ণ ও রৌপ্য জব্দ করে ৩৪ বিজিবি জোয়ানরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দূর্গম মন্জয়পাড়া বিওপি এলাকা থেকে এ সব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ ঘুমধুমের মংজয়পাড়া বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার-৪২ এলাকায় টহলে বের হন। তারা সীমান্তের আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী নামক স্থানে পৌঁছলে ৩ সদস্যের চোরকারবারীকে দেখতে পান। দ্রুত তাদের আটকে বিজিবি অভিযানে নামলে কারবারীরা দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। তবে তারা কাঁদে বহন করা একটি ব্যাগ ফেলে যায়। বিজিবি দলটি ঘটনাস্থলে গিয়ে এ ব্যাগটি উদ্ধার করেন। যেখানে পাওয়া যায় ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা রৌপা। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি এ প্রতিেরদককে বলেন, উদ্ধারকৃত স্বর্ণ এবং রৌপ্য এর ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক আরো বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।