

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিষ্ফোরণে আহত
১টি মা বন্যহাতি আহত হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির বসানো এ মাইনে ১ মাস আগে আরেকটি বন্যহাতির পা’এর গোড়ালি উড়ে যায়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকলে আহত হাতির ডান পায়ের গোড়ালী মাঠিতে পা বসাতে পারছিল না। সাথে তার বাচ্চাটিও ছিল। সেটি আহত হয়েছে কি-না এ সংবাদ লেখা পর্যন্ত খবর পাওয়া সম্ভব হয়নি।
এটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ ও ৪৫ নম্বর সীমান্ত পিলারের অদূরে মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র গুলো জানান,তারা সকাল ৮ টা ২৪ মিনিটের দিকে সীমান্তে ওই পয়েন্টে একটি প্রকট বিষ্ফোরণে শব্দ তারা শুনতে পান। যেহেতু মিয়ানমার অংশে বিষ্ফোরণ হয় সে হেতু বাংলাদেশ অংশের লোকজন
তাতে তত আগ্রহী হন নি। কিন্ত বিকালের দিকে হাতিটি যখন বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে তখন এপারের লোকজন
আগ্রহী হয় হাতিটির অবস্থান নিয়ে হৈ চৈ শুরু হয়।
তারা আরো বলেন,বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসায় দুর্গম বন থেকে লোকজন সরিয়ে আসে হাতিটি ফেলে। বর্তমানে হাতিটি ১১ বিজিবি অধীন জামছড়ি বিওপির অতি কাছের একটি ঝিরিতে অবস্থান করছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো মাশরুরুল হক এ প্রতিবেদককে বলেন,তিনি বিষয়টি অবহিত হওয়ার পর খোঁজ-খবর নিয়েছেন। এ দলে দু’টি হাতি নাকি রয়েছে।
একটি মা হাতি অপর টি বাচ্চা হাতি।
তবে অন্ধকারে সীমান্তের বিপদজনক
স্থানে রাতে মোব করা কঠিন হলেও তিনি চেষ্টা করছে কী পদক্ষেপ নেয়া যায়।
উল্লেখ্য, গত ১১ আগষ্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাখাইন বিদ্রোহীদের বসানো স্থলমাইনে আহত বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গিয়েছিল। এ নিয়ে মাত্র ১ মাসের মাথায় অন্যান্য প্রাণী ছাড়াও ২ টি বন্যহাতি মাইন বিষ্ফোরণে আহত হল।