

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি”
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা কর মালিক বিহীন এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা। সাম্প্রতি সময়ে এটি কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ মাদকবিরোধী সাফল অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।৩৪ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ মাসে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করতে বিজিবি নিয়মিত জনসচেতনতা ও মতবিনিময় সভা আয়োজন করছে। অবৈধ অনুপ্রবেশ, মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক পাচার রোধে সীমান্তবাসীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।