

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির দায়িত্বপুর্ণ এলাকা পরিদর্শন করেছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ ওয়াকার উজ জামান।
বুধবার ( ২৯ অক্টোবর) দুপুর পৌঁনে ২ টায় ককসবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি উত্তরকুলের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, সেনাবাহিনী প্রধান বিএ ২৯০২ জেনারেল ওয়াকার উজ জামান,ওএসপি,এসজিপি,সিজিএস, পিএসসি হেলিকপ্টার থেকে অবতরণ করে গাড়ি যোগে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর দায়িত্বপূর্ণ দুর্গম লেবুছড়ি ভিউপয়েন্ট এলাকা সহ কয়েকটি এলাকা পরিদশর্ণ করেন।
পরে তিনি কচ্ছপিয়া হেলিপ্যাডে ফিরে এসে সেখান থেকে পুনরায় হেলিকপ্টারে করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) সদরের দায়িত্ব পূর্ণ প্রশিক্ষণ মাঠে অবতরণ করে ব্যাটালিয়ন সদর পরিদর্শণ করেন। শেষে
বিকেল ৪ টার দিকে আলীকদম জোন সদরের কর্মসূচিতে অংশ নিতে হেলিকপ্টার যোগে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।