

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ৯ হাজার ৮৮০ পিস বার্মিজ ইয়াবা টেবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় এ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল রাতে ৯টার দিকে ওই এলাকায় ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছিল এমত অবস্থায় মোঃ মামুন রশিদ (১৮) কে আটক করতে সক্ষম হন।
সে কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকার নুরুল আলমের পুত্র। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মাদক, চোরাচালান, অস্ত্র ও সন্ত্রাস রোধে বিজিবির অভিযান চলমান আছে থাকবে। আটক যুবককে ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।