

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১০ টায় উপজেলার সোনাইছড়ি রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়। তার নাম মংনিউ তংচঙ্গ্যা (২২) পিতা অংনিউ তংচঙ্গা। তার বাড়ি মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মংনিউ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো.কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা খতিয়ে দেখছ পুলিশ।
এদিকে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে
এ-সব ইয়াবা উদ্ধারের কথা জানান।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি টাকা বলে জানান পুলিশের এ কর্মকর্তা। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের এধরনের অভিযান চলমান আছে থাকবে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।