

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ঐতিহাসিক ৩৬ জুলাই, গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে বিএনপি ও জামায়াতের ইসলামীর পক্ষ থেকে পৃথকভাবে নানান আয়োজনে, বর্ণাঢ্য বিজয় র্যারি অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ শীর্ষক এই র্যালি গুলোর মধ্যে মঙ্গলবার ৫ আগষ্ট বিকাল ৩ ঘটিকায়, বান্দরবান জেলা বিএনপির নির্দেশে, নাইক্ষ্যংছড়িতে বিদ্যমান দু ভাগে বিভক্ত বিএনপি একই কাতারে একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যের বিকল্প নেই। এতে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে একই দিন বাদে আঁচর একটি বিজয় র্যালী তাদের দলীয় অফিস থেকে বের হয়। মিছিলটি থানার মোড় হয়ে রেস্ট হাউজ দিয়ে গুরে নাইক্ষ্যংছড়ি বাজার চত্বরে এসে উপজেলা জমায়াতের আমির ওমর ফারুক সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু নাসেরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উভয় বক্তারা আরো বলেন, গত বছরের এই দিনে আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম। এই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা। এই লক্ষ্যে আগামী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বিকল্প নেই।