

মো. সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পেসক্লাব চত্বরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান দাবি ছিল ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাংকে অবৈধ ও অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে মেধাবীদের দ্রুত নিয়োগ দেয়া।
মানববন্ধনের সঞ্চালনা করেন শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা আবুল বাশার এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আমির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন ও নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭-২০২৪ সালের মধ্যে ইসলামী ব্যাংকে মোট ১১ হাজার কর্মী অনৈতিকভাবে নিয়োগ পেয়েছেন, যা ব্যাংকের স্বার্থবিরোধী এবং অদক্ষ। তারা অবিলম্বে এসব নিয়োগ বাতিল করার পাশাপাশি দক্ষ ও যোগ্য কর্মীদের নিয়োগ দেয়ার জোর দাবি জানান, যাতে ব্যাংকের কার্যক্রম আবারো স্বাভাবিক ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় এর সুনাম রক্ষা ও সেবার মান বজায় রাখা অত্যন্ত জরুরি। তারা আশাবাদ ব্যক্ত করেন দ্রুত কর্তৃপক্ষ সমাধানের মাধ্যমে ব্যাংকের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করবে।