

নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের কালিয়ায় ডিসিআর মূলে ভোগদখলকৃত জমি দখলচেষ্টা ও থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তৌহিদ শেখসহ স্থানীয় কয়েকজন জমির মালিক। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে নড়াইল শহরের একটি মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীদের পক্ষের প্রতিনিধি তৌহিদ শেখ।লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলা ১৩৭৯ সাল থেকে তারা ডিসিআর মূলে ৬৯ শতক জমি ভোগ দখল করে আসছেন। এর মধ্যে তৌহিদ শেখ ১৩ শতক, মোজাহের শেখ ও তরিকুল শেখ ২০ শতক, নূর আলম ও হামিদা দম্পতি ১৫ শতক, রেবেকা ১২ শতক এবং মোহাম্মদ সবুর ৯ শতক জমির মালিকানা দাবি করেন। তিনি অভিযোগ করেন, গত ১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তারা নিজেদের ডিসিআরভুক্ত জমিতে বিছালী রাখার জন্য নতুন ঘর নির্মাণ শুরু করলে মো. ইরাদত শিকদার, নাজির শিকদার, শাহাদত শিকদার, রহিম শিকদার, মিরাজ শেখ, ফিরোজ শেখ, সিয়াম শেখ, রবিউল শেখসহ কয়েকজন বাধা প্রদান করেন। এ সময় দৌড়াদৌড়ির একপর্যায়ে টিনের আঘাতে ইরাদত শিকদারের মাথায় আঘাত লাগে।তৌহিদ শেখ বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে কালিয়া থানায় একটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা কেউই ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।” তিনি আরও জানান, মূলত এই জমি নিয়ে লক্ষ্মীনারায়ণ দে অনিমা দে এর ওয়ারিশ দাবি করলেও তারা আদালতে তা প্রমাণে ব্যর্থ হয়েছেন। “বর্তমানে তারা আমাদের ডিসিআর কাটা জমি দখলের পাঁয়তারা করছে। তিনি আরও অভিযোগ করে বলেন, একইভাবে কৃষ্ণপুর মৌজায় শফিউদ্দিন নামের এক ব্যক্তির ক্রয়কৃত ১৮ শতক জমিও দখলের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান। ভুক্তভোগীদের পক্ষে উপস্থিত ছিলেন তৌহিদ শেখসহ অন্যান্য জমির মালিকগণ।