

এম. শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।
কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকার কৃষি খাতকে আরও গতিশীল করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), নকলা, শেরপুর এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা বাবদ ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।