1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দেশের গর্ব ও যোদ্ধা: আমিনুল হকের জন্মদিন | সকালের খবর ২৪
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার অনলাইন সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি রাতে বেরিয়ে সকালে মিলল যুবকের ঝুলন্ত লাশ নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনাস্থার অভিযোগ সোনাইমুড়িতে প্রকাশ্যে মাদক সেবন: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে হত্যায় মামলা, আসামি ১৩ জন সেনা কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণে বিতর্কে এসপি রেজাউল, শুরু হয়েছে তদন্ত দারুস সালামে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার

দেশের গর্ব ও যোদ্ধা: আমিনুল হকের জন্মদিন

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে যেমন তিনি এক অনন্য কিংবদন্তি, তেমনি রাজনীতির ময়দানেও তিনি আজ দৃঢ় নেতৃত্বের প্রতীক – সেই মানুষটি বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক ও কৃতী গোলরক্ষক আমিনুল হক। আজ তাঁর জন্মদিন।

গোলবারের নিচে সতীর্থদের শেষ আশ্রয় থেকে রাজনীতির রাজপথে নির্ভীক নেতৃত্বে রূপান্তর- আমিনুল হকের জীবন যেন বাংলাদেশের প্রেরণাদায়ী এক অধ্যায়।

মাঠে এক উজ্জ্বল নক্ষত্র :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইতিহাসে ‘গোলবারের অতন্দ্র প্রহরী’ নামে পরিচিত ছিলেন আমিনুল হক।

১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৪৭ ম্যাচ খেলেছেন তিনি।

২০০৩ সালে মালদ্বীপের বিপক্ষে ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপ জয় ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্ত।

তখন পুরো দেশ এক হয়েছিল তাঁর দৃঢ় হাতে, সাহসী সেভে, আর অপরাজেয় স্পিরিটে।

এছাড়া ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের স্বর্ণপদক জয়েও ছিল তাঁর অবদান।

ক্লাব ফুটবলেও সমান সফল আমিনুল।

আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব- সব দলেরই তিনি ছিলেন আস্থার প্রতীক।
দ্রুত সিদ্ধান্ত, নেতৃত্বের দক্ষতা ও ঠাণ্ডা মাথার পারফরম্যান্স তাঁকে করে তুলেছিল অনন্য।

খেলাধুলা থেকে রাজনীতির রাজপথে :

ফুটবল ক্যারিয়ারের অবসান ঘটিয়ে ২০১৩ সালে আমিনুল হক রাজনীতির মাঠে প্রবেশ করেন- দেশসেবা ছিল তাঁর জীবনের পরবর্তী লক্ষ্য।

তিনি বলেন, “শৈশব থেকেই ইচ্ছে ছিল খেলাধুলার পর দেশের মানুষের জন্য কিছু করবো। রাজনীতি সেই পথই দেখিয়েছে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি তাঁর আনুগত্য ও বিশ্বাস তাঁকে দ্রুতই সংগঠনের গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে আসে।
বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আমিনুল হক বলেন,“গত ১৭ বছরে তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন চালিয়েছি, সেটিই ফ্যাসিবাদের পতনের পথ তৈরি করেছে। এখন আমাদের লক্ষ্য গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার।”

সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ইতিহাস :

আমিনুল হকের রাজনৈতিক জীবন যেমন দৃঢ়, তেমনি সংগ্রামী।

রাজপথে আন্দোলনের সময় তিনি বহুবার গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।
রিমান্ডে থেকেও তিনি হার মানেননি। অসুস্থ অবস্থাতেও দলের প্রতি তাঁর অঙ্গীকার ছিল অবিচল।

তরুণ প্রজন্মের কাছে তিনি আজ সাহস ও অধ্যবসায়ের প্রতীক।

নেতৃত্বে সংগঠনের নবজাগরণ :

রাজনীতির পাশাপাশি সংগঠক হিসেবেও তাঁর সাফল্য অনন্য।

তাঁর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হয়েছে।
তিনি দলীয় কর্মীদের একত্রিত করতে, তরুণদের রাজনীতিতে আগ্রহী করতে ও গণমানুষের দাবি তোলার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

একজন সহকর্মী বলেন, “আমিনুল ভাই মাঠে যেমন দলকে জেতাতেন, রাজনীতিতেও তিনি মানুষকে জিতিয়ে নিচ্ছেন।”

জন্মদিনে শুভেচ্ছার বন্যা :

আজ আমিনুল হকের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঢল নেমেছে।

সহকর্মী, ফুটবল ভক্ত, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা একের পর এক শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।

একজন ফুটবলপ্রেমী এক্স প্ল্যাটফর্মে লিখেছেন,
“গোলবারে যেমন ছিলেন অতন্দ্র প্রহরী, রাজনীতিতে তেমনি নির্ভীক যোদ্ধা। জন্মদিনে শ্রদ্ধা ও শুভকামনা।”

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলছেন,“আমিনুল হক শুধু খেলোয়াড় নন, তিনি জাতীয় নেতা। তাঁর জীবন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর।”

আমিনুল হকের জীবন প্রমাণ করে, দেশপ্রেম, পরিশ্রম ও সততা থাকলে মাঠ হোক বা রাজনীতি -সব জায়গাতেই সফল হওয়া যায়।
একসময় যিনি গোলবার রক্ষা করতেন, আজ তিনি রক্ষা করছেন গণতন্ত্রের বারান্দা।

তাঁর জন্মদিনে দেশের মানুষ একবাক্যে প্রার্থনা করছে।

তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার পথে আরও সাফল্য আসুক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD