

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার পরদিন বাড়ির পাশের নদী থেকে সমিজা খাতুন (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে শান্তিনগর এলাকাসংলগ্ন পাথরাজ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।সমিজা খাতুন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃগীরোগে (এপিলেপ্সি) আক্রান্ত ছিলেন। প্রায় এক দশক আগে বিয়ে হলেও অল্প কিছুদিন পরই তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই সমিজা খাতুন বাবা বিশা মোল্লার বাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয় গ্রামবাসী।
দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, গত রবিবার দুপুরে বাড়ির কাছে পাথরাজ নদীর পাড়ে ছাগল বাঁধতে গিয়ে আর বাড়ি ফেরেনী সমিজা। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সোমবার সকালে ওই নদীর পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয় লোকজন। এ সময় ঘটনাস্থলে গিয়ে সমিজার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। নদীর ধারে ছাগল বাঁধতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনেরা।দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ওই নারীর লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।