

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ-
পটুয়াখালীর দুমকিতে আনন্দমুখর পরিবেশে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টায় উপজেলার নতুন বাজারস্থ গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মুন্না জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ঊর্মি আক্তার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।
এছাড়াও উপজেলা ও ইউনিয়নগণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।