

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর দারুস সালাম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানা পুলিশ।
বুধবার (২৯অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. আফজাল হোসেন বাবু (৩৫), মো. আজিজুল ইসলাম(৩২), মো. বশির(৩৫), মো. বাবু(৪৫), মো. জাবেদ রহমান (২৩), মো. নিরব (২০), মো. রাজীব (২৭), মো. চুন্নু মিয়া (৫০), মো. রফিকুল ইসলাম (৪০), মো.রবিন হাসান (২০), মো. শাহীন খান (২৯), মো. এনায়েত হক শাকিল (২৬), মো. সোহাগ (৩০), মো.মিজানুর রহমান(২৬), মো. আরমান আলী (২৩), মো.ফায়েক (২৭), মো. সাইদুল ইসলাম (৩৮ ) ও রবিউল ইসলাম (৩২)।
দারুস সালাম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।