1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তোমাদের আগমনে কলেজ আজ প্রাণবন্ত— আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ডা. মাফরুহা | সকালের খবর ২৪
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান আত্রাইয়ে আলোচিত ছিনতাই ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপিকে বদলি সীমান্ত থেকে নিয়ে যাবার পথে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার আলফাডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে পেশকারের দাপট: ঘুষ ছাড়া কাজ নেই রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ : গুরুতর আহত ২ অসহায় বিমলার পাশে দাঁড়ালেন কায়সার কামাল: শুরু হয়েছে ঘর নির্মাণ আস্থার জায়গাটি দূর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বতী সরকারের নয়: রুহুল কবির রিজভী

তোমাদের আগমনে কলেজ আজ প্রাণবন্ত— আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ডা. মাফরুহা

  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

জমকালো আয়োজনে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে নতুন শিক্ষার্থীদের বরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন এসব শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় গোটা কলেজ চত্বর ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। এতে সভাপতিত্ব করেন— কলেজের গভর্নিং বডির সভাপতি ডা.মাফরুহা রহমান। উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম.মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন— হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.মোজাফফর হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান।

সভাপতির বক্তব্যে ডা.মাফরুহা রহমান শিক্ষার্থীদের প্রতি সময়ের সদ্ব্যবহার,শৃঙ্খলা বজায় রাখা এবং বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন,‘কলেজ জীবন শুধু পড়ালেখার সময় নয়, এটি জীবনের ভিত্তি গড়ে তোলার সময়। আজকের এই বিশেষ দিনে আমরা একত্রিত হয়েছি নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে। তোমাদের আগমন কলেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তোমাদের নতুন স্বপ্ন ও প্রাণবন্ত উপস্থিতি আমাদের সবার মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন,‘তোমাদের সামনে রয়েছে অফুরন্ত সম্ভাবনা—জ্ঞানার্জন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ। সময়কে মূল্য দাও, শৃঙ্খলা বজায় রাখো, শিক্ষকদের সম্মান করো এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। বড় স্বপ্ন দেখো ও সৎ পথে এগিয়ে চলো।’

সভাপতি তার বক্তব্যে কলেজের ঐতিহাসিক পটভূমির কথা স্মরণ করে বলেন,‘আমরা যে স্থানে আজ এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি,এখানেই রয়েছে টিটিসি, স্বাস্থ্য উপকেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়সহ এক বিরাট শিক্ষা ও স্বাস্থ্য কমপ্লেক্স—যার মূল কারিগর ছিলেন মরহুম কাঞ্চন মুন্সী। তাঁর হাত ধরেই এ অঞ্চল আলোকিত হয়েছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই মহান মানুষটিকে।’

ডা. মাফরুহা রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অভিভাবকসুলভ পরামর্শ দিয়ে বলেন, ‘জীবনের লক্ষ্য থেকে যেন কখনো বিচ্যুত না হও। কলেজ জীবনকে উপভোগ করো, তবে লক্ষ্য রেখো, এটিই তোমার ভবিষ্যতের ভিত্তি।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান তার বক্তব্যে কলেজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা শুধু সিলেবাস শেষ করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশেও সমান গুরুত্ব দেই। তিনি নতুন শিক্ষার্থীদের কলেজের পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, সহকারী অধ্যাপক খান মারুফ সামদানি, সহকারী অধ্যাপক নিখিল কুমার কুন্ডুসহ আরও অনেকে। এতে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির দাতা প্রতিনিধি সদস্য মো. কাজী শরিফুল ইসলাম (ওমর কাজী), ঢাকা শিক্ষা বোর্ড প্রতিনিধি সদস্য হোসনেয়ারা ইসলাম, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. রিপন খান, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. শওকত হোসেন, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. কামাল হোসেন ও কলেজ গভনিং বডির সাবেক সদস্য মোনায়েম খানসহ অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD