1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলা, ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় ভাঙচুর | সকালের খবর ২৪
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
​​​লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগের ১৭ নেতা-কর্মী গ্রেফতার মাধবপুরে আর্মি ক্যাম্পের অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক ফরিদপুরে হার না মানা নারীর জীবন সংগ্রামের গল্প উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ব্রাহ্মণবাড়িয়া ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ লোহাগড়ায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণের চেষ্টা কুড়িগ্রামে নাশকতার চেষ্টায় গ্রেফতার ২০ রূপগঞ্জে চুরি-ডাকাতি ও ছিনতাই বেড়েছে, প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন নোয়াখালীর হাতিয়ায় প্রধান শিক্ষকের অনিয়মে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলা, ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় ভাঙচুর

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়া থানাধীন খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের ওপর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে।রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামে ডিআইইউ শিক্ষার্থীদের একটি মেসে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ‘ব্যাচেলর প্যারাডাইস’-এর সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর দিয়ে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়াকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়।এই ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হলে, রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ‘ব্যাচেলর প্যারাডাইস’-এ হামলা চালায়। হামলায় ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসাটির ব্যাপক ভাঙচুর হয় বলে অভিযোগ উঠেছে।এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় এক হাজারেরও বেশি বিক্ষুব্ধ শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হতে শুরু করে। উত্তেজিত শিক্ষার্থীরা হামলাকারীদের বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ সদস্যরা তাদের শান্ত থাকার অনুরোধ জানান।

পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ‘ব্যাচেলর প্যারাডাইস’-এর সামনে অবস্থান নেয়। এ সময় সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুলিয়া থানা পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।এ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর সিটি ইউনিভার্সিটির প্রক্টরের সঙ্গে ফোনে কথা বলেন এবং হামলার প্রমাণাদি হস্তান্তর করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানান। সর্বশেষ খবর অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD