1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে কমিউনিটি আউটরিচ সভা | সকালের খবর ২৪
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার অনলাইন সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি রাতে বেরিয়ে সকালে মিলল যুবকের ঝুলন্ত লাশ নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনাস্থার অভিযোগ সোনাইমুড়িতে প্রকাশ্যে মাদক সেবন: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে হত্যায় মামলা, আসামি ১৩ জন সেনা কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণে বিতর্কে এসপি রেজাউল, শুরু হয়েছে তদন্ত দারুস সালামে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার পল্লবীতে দূবৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে কমিউনিটি আউটরিচ সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি :‘Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)’ প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষ্যে ‘গ্রাহক সেবা পক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২০ অক্টোবর ২০২৫ খ্রি., সকাল ১০টায়, রাজশাহীর খড়খড়ি এলাকার কবি কাজী নজরুল ইসলাম কলেজ মাঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল হক, অধ্যক্ষ, কবি কাজী নজরুল ইসলাম কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাফ্ফর হোসেন, সহকারী অধ্যাপক, একই কলেজ এবং জনাব মোঃ আমিনুল হক, উপজেলা সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি, পুঠিয়া, রাজশাহী।সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর, RAISE প্রকল্প, শতফুল বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, ম্যানেজার, শতফুল বাংলাদেশ, খড়খড়ি শাখা; জনাব মোঃ কবিরুল ইসলাম, কেইস ম্যানেজমেন্ট অফিসার (RAISE প্রকল্প); এবং জনাব রাজু আহমেদ, LSED অফিসার (RAISE প্রকল্প)।

সভায় প্রায় ১৬০ জন আগ্রহী শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, RAISE প্রকল্পের মাধ্যমে দেশের অনানুষ্ঠানিক খাতের তরুণ ও বেকার জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, শিক্ষানবিশি এবং উদ্যোক্তা বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কাজ চলছে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে স্বনির্ভর হয়ে নিজেদের পেশাগত জীবন শুরু করতে পারবে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, পেশাগত দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কারিগরি প্রতিষ্ঠান, প্রশিক্ষক ও অভিজ্ঞ কারিগরদের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে প্রশিক্ষণার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শতফুল বাংলাদেশ রাজশাহী অঞ্চলে RAISE প্রকল্পের মাধ্যমে শিক্ষানবিশি ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর লক্ষ্য হলো তরুণ ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন।

বক্তারা উপস্থিত তরুণদের উদ্দেশে আহ্বান জানান, তারা যেন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় এবং সমাজে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানটি আয়োজন করে শতফুল বাংলাদেশ, জাহানাবাদ, মোহনপুর, রাজশাহী।কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD