

সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে দীর্ঘ সাড়ে ৫ মাস পর নতুন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন শিব শংকর বসাক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যোগদান করে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
পূর্বের এসিল্যান্ড মাসতুরা আমিনা গত ২৯ এপ্রিল বদলির পর ইউএনও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এ সময় ইউএনওর কার্যালয়ের ও এসিল্যান্ড অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে নতুন এসিল্যান্ডকে শুভেচ্ছা জানান। যোগদানকৃত নতুন এসিল্যান্ড শিব শংকর বসাক ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা।
এরআগে বান্দরবন জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জ জেলার বাসিন্দা তিনি। ১৬ অক্টোবর নবাগত এসিল্যান্ড যোগদান করেই সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাব দিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।