

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃপটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৮ জনের ঢাক পড়েছে ঢাকা গুলশানে। জানা গেছে, আগামীকাল ২৭ অক্টোবর সোমবার বিকালে এ জেলার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দলের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সাথে কথা বলবেন।পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসন থেকে যারা ঢাক পেয়েছেন,পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন,সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির।