

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে জনপ্রিয় সংবাদ চ্যানেল ডিবিসি নিউজের বহুল প্রচারিত টকশো ‘ইলেকশন এক্সপ্রেস’-এ গতকাল রাতে অংশ নেন ৮৮ যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইন্জিঃ টিএস আইয়ুব। তার নির্বাচনী এলাকার স্থানীয় চ্যালেঞ্জ ও জাতীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে তিনি অত্যন্ত স্পষ্টতার সাথে তুলে ধরেন।
অনুষ্ঠানে ইন্জিঃ আইয়ুব বিশেষভাবে তার যশোর-৪ নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা, স্থানীয় অবকাঠামোগত সমস্যা এবং কীভাবে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের উন্নয়ন হবে, সেই বিষয়ে আলোচনা করেন। বিরোধী দলের এই প্রার্থী জোর দিয়ে নিরপেক্ষ ভোট গ্রহণের দাবি জানান এবং এই আসনে তাঁর দলের জয়ের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ পেশ করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং এলাকার জনগণের মতামত তুলে ধরেন।নির্বাচনের ঠিক আগে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর, বসুন্দিয়া) আসনের মতো গুরুত্বপূর্ণ আসনের একজন মনোনীত প্রার্থীর এমন একটি জাতীয় প্ল্যাটফর্মে সরাসরি অংশগ্রহণকে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইন্জিঃ টিএস আইয়ুবের খোলামেলা বিশ্লেষণ দর্শক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।