

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনস্ত “ডিপ্লোমা -ইন- হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী ( ডিএইচএমএস)” কোর্সের ভর্তি পরীক্ষা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) ও টেলিটক বাংলাদেশ লিঃ’র কারিগরী সহায়তায় ৩১ অক্টোবর শুক্রবার সকালে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা টি অনুষ্ঠিত হয় পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আদালত পাড়া পটুয়াখালী কেন্দ্রে। উক্ত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজন বসাক, পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) ডা. মোঃ ফিরোজ আহমেদ এবং এ ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ডাঃ জান্নাতুল ফেরদৌসী কাজল সহ উক্ত পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ পরীক্ষায় ৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন ও পরীক্ষা এ দিন সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১১ টায় শেষ হয়। প্রসঙ্গত: বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনস্ত ৪ বছর ৬ মাস মেয়াদী ” ডিপ্লোমা-ইন- হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী ( ডিএইচএমএস)”কোর্সে ভর্তির জন্য উক্ত পরীক্ষার্থীরা সম্প্রতি অনলাইনে আবেদন করেছিলেন।