

নয়ন হোসেন ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধি:
বিএনপি নির্বাচিত হলে দেশের ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সে পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন করা ঠিক হবে না। আমি নিজেও পিআর ভালোভাবে বুঝি না, তাই এই দাবি এখন তোলার সময় নয়। আগে সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে মুক্তি পাক—এরপরই পিআর নিয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।”
জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “বিএনপি অতীতে সরকারে ছিল, তাই সরকার পরিচালনার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা জানি কীভাবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে তারা শিক্ষা ও স্বাস্থ্যসহ সরকারি সব সেবায় অগ্রাধিকার পাবে।”সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।